Banglar Chokh | বাংলার চোখ

দারিদ্রতা থেকে আসা বলিউডের ৮ সুপারস্টার 

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

দারিদ্রতা থেকে আসা বলিউডের ৮ সুপারস্টার 

ছবি:সংগৃহীত

আজ তারা খ্যাতির শীর্ষে। যশ-প্রতিপত্তি নিয়মিত তাদের সঙ্গে হাত মেলায়। কোটি কোটি ফ্যান ফলোয়ার! কিন্তু বলিউডের এই ৯ হিরোর শুরুটা এরকম ছিল না। অনেক কষ্ট করেছেন, অনেক অভাব পেরিয়েছেন! খুব দারিদ্র থেকে উঠে এসেছেন এই ৯ সফল বলিউড হিরো।

দিলীপ কুমার

অভিনয়ে আসার আগে ফল বিক্রি করতেন দিলীপ কুমার। আর্মি ক্লাবে স্যান্ডউইচও বিক্রি করতেন। ক্যারিয়ারের শুরুতে বাড়ি থেকে স্টুডিও আসার টাকাটুকু পর্যন্ত ছিল না তার।

ধর্মেন্দ্র

বলিউডে আসার আগে ধর্মেন্দ্র ছিলেন প্লাম্বার বা পানি কলের মিস্ত্রি। দু’বেলা দু’মুঠো খাবার জুটত না বহু দিন। একেক দিন খালিপেটেই শুয়ে পড়তেন রাতে।

মিঠুন চক্রবর্তী

এই বঙ্গসন্তানের স্ট্রাগলের কথা কার না জানা! খুব গরিব পরিবারের ছেলে। দিনের পর দিন না খেয়ে থেকেছেন মিঠুন। সেখান থেকে কিংবদন্তী হয়েছেন ‘ডিস্কো ডান্সার’।

দেব আনন্দ

বলিউডের ‘এভারগ্রিন স্টার’ দেব আনন্দ। সিনেমায় আসার আগে তিনি সামান্য টাকা বেতনের ক্লার্কের চাকরি করতেন।

রজনীকান্ত

দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত। বলিউড ছবিতেও দেখা মিলেছে তার। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন বাস কন্ডাক্টর। এখানেই শেষ নয়! রোজগারের জন্য কুলি, কাঠের মিস্ত্রির কাজ-ও করেছেন ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত অভিনেতা।

বোমান ইরানি

অভিনয়ে আসার আগে ‘লাগে রাহো মুন্না ভাই’ অভিনেতা ছিলেন হোটেলের ওয়েটার।

অক্ষয় কুমার

বলিউডে আসার আকে অক্ষয় কুমার ছিলেন রেস্তোরাঁর ওয়েটার। এছাড়াও কাজ করেছেন হোটেলের শেফ, অফিসের পিওন, সেলসম্যান হিসাবে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

অভিনয়ে আসার আগে নওয়াজ ছিলেন চাষি। কাজ করেছেন দারোয়ান, কেমিস্ট হিসাবেও।

সর্বশেষ

জনপ্রিয়