Banglar Chokh | বাংলার চোখ

সিটি ও পৌরসভাসহ ২৩৩টি নির্বাচনের তফশিল ঘোষণা

নির্বাচন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৫:০৭, ২৪ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

সিটি ও পৌরসভাসহ ২৩৩টি নির্বাচনের তফশিল ঘোষণা

.

ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তফশিল ঘোষণা করেন।

 সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

ইসি সচিব বলেন, ‘এবারের স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

ইসি সচিব জাহাংগীর আলম জানান, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ

জনপ্রিয়