Banglar Chokh | বাংলার চোখ

দাকোপে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত 

নির্বাচন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ২১ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

দাকোপে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত 

ছবি: বাংলার চোখ

দাকোপে তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খুলনা-১ আসনের আ‘লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলের নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার বিকাল ৪টায় বটবুনিয়া নতুন বাজার কমপ্লেক্স চত্বরে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আ‘লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এম এম মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ‘লীগ সদস্য ননী গোপাল মন্ডল, জেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ, সদস্য নান্টু রায়, দাকোপ উপজেলা আ‘লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, দীপংকর রায়, শেখ আব্দুল কাদের, প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, গোলাম মোস্তফা খান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, আ’লীগ নেতা শিবেন্দ্র প্রসাদ রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান সুধাংশু বৈদ্য। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লীগ সভাপতি শেখ গোলাম হোসেন, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শরিফ, সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ। দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।  
 

সর্বশেষ

জনপ্রিয়