ছবি: বাংলার চোখ
প্রতীক পাওয়ার পর পোস্টার টাঙ্গিয়ে ও মাইকিং প্রচারণার মধ্যদিয়ে জনসংযোগ করেছেন তৃনমুল বিএনপি প্রার্থী ম্যানুয়েল সরকার। বৃহস্পতিবার সকাল থেকে তিনি তার নিজ বাড়ীর এলাকা মোংলার চিলা বাজার হতে ভোটের প্রচারণা শুরু করেন। এদিন প্রচারণা চালিয়েছেন শেলাবুনিয়া ও হলদিবুনিয়া এলাকায়ও। এবারই প্রথম মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে প্রতিদ্বন্দ্বীতায় এসেছেন তৃনমুল বিএনপি প্রার্থী।
বৃহস্পতিবার প্রচারণাকালে তৃনমুল বিএনপি প্রার্থী ম্যানুয়েল সরকার বলেন, বাঁধা বিপত্তি রয়েছে, তারমধ্যেও তিনি প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি, তাই নির্বাচনের শেষ পর্যন্তই তিনি মাঠেই থাকবেন। এছাড়া নির্বাচিত হতে পারলে মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
এ আসনে ৬টি দলের ৭জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এরমধ্যে ১৮ডিসেম্বর থেকেই প্রচারণায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের। তবে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) প্রচারণায় দেখা গেছে তৃনমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের। আর এখনও প্রচারণার মাঠে দেখা মিলেনি জাতীয় পার্টি, জাসদ, বিএনএম ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর।