ছবি:সংগৃহীত
বিএনপির সমর্থকরা ভোট দিতে না গেলে সুবিধাভোগীর তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নে পোকাতি সেন্টারহাট মাঠে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।
রমেশ চন্দ্র সেন আরো বলেন, ৭ জানুয়ারি বিএনপি চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না।
সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা থাকবে। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে তাই সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, যারা সরকারি সুবিধা গ্রহণ করেও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা বেঈমান।
বিএনপির সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, দলমতের ঊর্ধ্বে থেকে আপনাদেরও সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তাই আপনারাও ভোট দিতে আসবেন। আর যদি না যান, তাহলে আপনাদের চিহ্নিত করে রাখা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ নাশকতা করতে চাইলে তাদের ছেড়ে দেওয়া হবে না।
একবার ভুল করেছি, আর ভুল করব না। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
রমেশ চন্দ্র সেন আরো বলেন, ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা বড় বড় শহরেও হয় নাই। আমি মন্ত্রী থাকায় যখন যেখানে প্রয়োজন তা করেছি। জনগণের উন্নয়নে এমন কোনো কাজ নাই যা করিনি।
যেহেতু আমাদের কর্মকাণ্ড অত্যধিক ভালো তাই এবারও জনগণ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসবে।
এই বিষয়ে জানতে এমপি রমেশ চন্দ্র সেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই। আর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান।
নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ভোটার ৪৮১৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ২৪১৬৫৯ ও মহিলা ২৩৯৮২৮ জন। এই আসনের মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।