Banglar Chokh | বাংলার চোখ

কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদী 

নির্বাচন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫৯, ৮ জুন ২০২৪

সর্বশেষ

কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদী 

ছবি: বাংলার চোখ

আগামীকাল রবিবার (৯জুন) মোংলা উপজেলা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শনিবার (৮জুন) দুপুর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী পাঠানো হচ্ছে। উপজেলার মোট ৪৮টি কেন্দ্রের মধ্যে শনিবার ৩০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। বাকী ১৮কেন্দ্রে এ সরঞ্জামাদী পাঠানো হবে রবিবার ভোটের দিন ভোরে। তবে ৪৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে ৭জন ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 
এ উপজেলা গত ২৯মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রোমেলের কারণে তা স্থগিত করে ৯জুন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আগামীকাল এখানে ভোট অনুষ্ঠিত হবে। 
এ উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১লাখ ২০হাজার ৪৬৫ ভোটারের মধ্যে পুরুষ ৬০হাজার ৪৭৭জন, নারী ৫৯হাজার ৮৮৫জন ও হিজড়া ৩জন।

সর্বশেষ

জনপ্রিয়