Banglar Chokh | বাংলার চোখ

শরণখালায় নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের আহত ১২

নির্বাচন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ৫ জুন ২০২৪

সর্বশেষ

শরণখালায় নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের আহত ১২

আহত

বাগেরহাটের শরণখালায় নির্বাচনী সহিংসতায় প্রতিদ্বন্ধী দুই প্রার্থীর কর্মী সমর্থকদর সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। 
মঙ্গলবার (৪জুন) রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজার এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তিকরা হয়েছে। 
আহতরা হলেন, উপজলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত, কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, খাঁন মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্য গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে।  
আনারস প্রতিকর প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে তার কর্মী সমর্থকরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এসময় প্রতিদ্বন্ধী দোয়াত কলমের প্রার্থী নিজে উপস্থিত থেকে তার সস্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনী পথসভায় হামলা চালায়। ওই হামলায় তার ছয়জন কর্মী আহত হয়। দোয়াত কলম প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মিলন বলেন, পূর্বের হামলার শিকার তার দুই কর্মীকে দেখত সন্ধ্যার পর শরণখোলা বাজারে যান। সেখান একটি সভা চলতে দেখে তিনি গিয়ে কিসের সভা চলছে বলে জানতে চান। এসময় উপজেলা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমানকে দেখে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আনারস প্রতিকের কর্মী সমর্থকরা এসে তাদের উপর হামলা চালায়। হামলায় তার ছয়জন কর্মী সমর্থক আহত হয়। 
এ ঘটনাকে কেদ্র করে এলাকায় উত্তেজিত পরিবেশ সৃষ্টি হলে রাতই অতিরিক্ত পুলিশ সুপার  (মোরলগঞ্জ সার্কেল) আসিকুর রহমান শরণখালোয় এসে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্তÍ করার চষ্টা করেন। 
এ ব্যপারে শরনখোলা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়