প্রতীকী ছবি
বৈরি আবহাওয়ার কারনে সৃষ্ট দূর্যােগময় পরিস্থিতিতে রাঙামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব জাহাংগীর আলম।
এদিকে, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা জানান, ইউএনও আমাকে ফোনে জানিয়েছেন নির্বাচন স্থগিত। কবে অনুষ্ঠিত হতে পারে সেটি জানানো হবে। এ ব্যাপারে আমরা অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।
রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘাইছড়ির নির্বাচন স্থগিত হওয়ার কারন হলো সেখানে বেশ কয়েকটা কেন্দ্র দূর্গম এলাকায় এবং হেলিসর্ট নির্ভর।
বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করার বিষয়টি মৌখিকভাবে জানানো হযেছে। কিছু সময়ের মধ্যে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।’
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির রিটার্নিং অফিসার ও রাঙামাটির অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ‘তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়িতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরি আবহাওয়ার কারণে বাঘাইছড়িতে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হেলিকপ্টারে চলাচলের সুযোগ না থাকায় হলিসর্টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো যাচ্ছে না। তবে নির্বাচন কমিশন আমাদের এখনো কোনো নির্দেশনা দেয়নি। আগামী ২৯ তারিখ রাঙামাটির নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।