ছবি: বাংলার চোখ
ঝালকাঠির সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজের কর্মী বলে জানা গেছে।
আহতরা হলেন- একই উপজেলার রাজপাশা গ্রামের দিলু মজুমদারের ছেলে মুন্না মজুমদার (২০), শামসুল হকের ছেলে রাসেল (৩২), হুমায়‚ন কবির শেখের ছেলে মাহমুদ শেখ (২৭) ও হৃদয় শেখ (২৫)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী কেএস জাহিদের বাড়ির প্রধান ফটকে অগ্নি সংযোগ ও দুই রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। আত্মরক্ষার্থে ব্যবসায়ী কেএস জাহিদ তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাকা গুলি করে। তবে এঘটনায় কেউ আহত হয়নি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ব্যবসায়ী কেএস জাহিদ বলেন,‘ আমি একজন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম এজন্য হয়তো আমার উপরে কেউ ক্ষিপ্ত ছিল তাই আমার বাড়ির প্রধান ফটকে অগ্নি সংযোগ ও গুলি ছোড়া হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, দুই পক্ষকের হামলায় চারজন আহত হয়েছেন। কেএস জাহিদের বাড়িতে রাতে আমরা গিয়েছিলাম। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পৃথকভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।