.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় রাবিপ্রবি'র উপাচার্য বলেন তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং দক্ষ প্রশাসককে হারালো। এ গবেষকের মৃত্যু দেশ, জাতি তথাপি শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় পরিবারের পক্ষ হতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জুন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুমের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।