Banglar Chokh | বাংলার চোখ

জাতীয় শিক্ষা পদক যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষা

মহানন্দ অধিকারী মিন্টু,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

জাতীয় শিক্ষা পদক যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব ছবি

জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সভাপতি, শিক্ষক, সহকারী শিক্ষক, কাপ শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা পদক যাচাই বাছাই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান, ফারুক হোসেন, ঝংকর ঢালী, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।

সভায় জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য উপজেলার কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুকে শ্রেষ্ঠ সভাপতি, আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ও বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আক্তারকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলন সরকার ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামছুন্নাহার রুমাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, কৃষ্ণনগর হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অমরেন্দ্র সরকারকে শ্রেষ্ঠ কাপ শিক্ষক ও গড়ইখালী আলমশাহী ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মনোনীত করা হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়