ফাইল ছবি
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। আর জুন মাসের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পুনবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।
রোববার ঢাকা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনবির্ন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, ‘পবিত্র রমজান মাসের পর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর। এরপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সে হিসেবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে।’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘পবিত্র রমজান মাসের পর এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাচ্ছি। এ পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনের শেষ দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুর্নবিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে।’