Banglar Chokh | বাংলার চোখ

‘‌‌‌‌‌‌ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ৫৪ বছরের সংগ্রামে আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট’ 

শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:২৯, ৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

‘‌‌‌‌‌‌ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ৫৪ বছরের সংগ্রামে আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট’ 

ছবি:সংগৃহীত

‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ৫৪ বছরের সংগ্রামে শহীদ আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট’ বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) বিকালে পলাশীর মোড়ে আয়োজিত স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, আবরার ফাহাদ এই শতাব্দীর শহীদ তিতুমীর। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছিলাম, যার অন্যতম দাবি ছিল বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করা।

স্মরণ সভা শেষে পলাশীর মোড়ে আবরার ফাহাদের স্মরণে ‘আগ্রাসন বিরোধী আটস্তম্ভ’ পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। তাকে হত্যার দিনকে রাষ্ট্রীয়ভাবে ‘আগ্রাসন বিরোধী দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

স্মৃতিস্তম্ভের ফলকে লেখা রয়েছে ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা- এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে এই আটটি স্তম্ভ বানিয়েছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।

সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গত ১৫ বছরে যেই সংবিধান আমাদের ওপর চেপে বসেছিল, যে সংবিধান আবরার ফাহাদের মৃত্যুর জন্য দায়ী, যেই সংবিধান জুলাই গণঅভ্যুত্থানে শত শত শহীদ হওয়ার জন্য দায়ী, যেই সংবিধান হাজার হাজার মানুষের হাহাকারের জন্য দায়ী, সেই সংবিধান এখনও বাংলাদেশ রাষ্ট্রে কীভাবে বিরাজমান?

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেনের বলেন, আবরার ফাহাদ একক কোনও ব্যক্তি নয়, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। আবরার ফাহাদের খুনিদের গ্রেফতার করলেও বিচার প্রক্রিয়ায় এখনও সম্পন্ন হয়নি, অতিদ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

আবরার ফাহাদের ছোটভাই বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, আবরার ফাহাদ হত্যাকে শিবির ট্যাগ দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেকোনও দল বা মতের ট্যাগ দিয়ে হত্যার বৈধতা দেওয়া যায় না। ফাহাদের বক্তব্যের মূল স্পিরিট এখনও বাস্তবায়ন হয়নি। ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি, পানি বণ্টন, বন্দর চুক্তিতে ন্যায্যতার সম্পর্ক বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, আবরার ফাহাদ দেশের জন্য জীবন দিয়েছে। প্রথম দুই বছর হত্যার বিচারের জন্য আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। রায়ের তিন বছর পার হলেও আমরা এখনও হত্যার বিচার পাইনি। যে আট স্তম্ভ নির্মাণ করা হচ্ছে সেটা যেন যেকোনও বাধাবিপত্তি ডিঙিয়ে টিকে থাকে।

সর্বশেষ

জনপ্রিয়