Banglar Chokh | বাংলার চোখ

 ঝালকাঠিতে ইয়াবাসহ পোষ্ট অফিসের অস্থায়ী কর্মচারী মাদকসহ গ্রেফতার  

অপরাধ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

 ঝালকাঠিতে ইয়াবাসহ পোষ্ট অফিসের অস্থায়ী কর্মচারী মাদকসহ গ্রেফতার  

ছবি:সংগৃহীত

ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপুকে মাদকসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল এলাকার বাসা থেকে ঝালকাঠি ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে তাকে গ্রেফতার করে। তার স্বীকারক্তি অনুযায়ী -পোষ্ট অফিসের তার রুম থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাতে সদর থানায় ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়েল করেন। পরে গ্রেফতার হওয়া তপন কুমার দাস ওরফে তপুকে সদর থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ।  

তার বিরুদ্ধে হত্যা, চাদাবাজিসহ বেশ কয়েটি মামলা ছিল। তবে তার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন তপন কুমার দাস ওরফে তপু।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে তার বাড়ি থেকে আটক করে তার স্বীকারক্তি অনুযায়ী ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়