নিজস্ব ছবি
পঞ্চগড়ে উৎপাদিত চা পাঁচারের সময় পিকআপসহ প্রায় অর্ধশতাধিক চায়ের বস্তা জব্দ করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে চাসহ গাড়িটি জব্দ করা হয়। অভিযানে এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বস্তায় ভড়া চাসহ গাড়িটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পিকআপের চালক। চালক পালিয়ে যাওযায় উৎপাদিত চা কারখানার নাম ও পাঁচারের স্থান জানা যায় নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন চায়ের বস্তাসহ একটি পিকআপ জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় অর্ধশতাধীক চায়ের বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, গোয়েন্দা সংস্থাসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে গেলে চায়ের বস্তা ভর্তি পিকআপটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশের কাছে চা সহ গাড়িটি হস্তান্তর করা হয়েছে।