ফাইল ছবি
সরকারের আস্কারায় পুলিশ দানবে পরিণত হয়েছিল: জিএমপি কমিশনার সিলেটে অপহরণের পর খুন ও শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ গুমের বহুল আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানি কুতুবজান বিবি (৯০) আর নেই। পুলিশ হেফাজত থেকে ফিরলেও পরপারে চলে গেছেন এই বৃদ্ধা।
বৃহস্পতিবার সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামের বাড়িতে মারা যান। বাদ আসর কুতুবজান বিবির জানাজা শেষে লাশ দাফন হয়।
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। প্রথমে পুলিশ তাকে নিজ জিম্মায় দেন। তিনি চলাফেরা করতে পারেন না বিধায় ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনি মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, মুনতাহা হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল কুতুবজান বিবিকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
সিলেটের কানাইঘাটের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহাকে খুনের পর লাশ গুম করে খুনিরা। রোববার লাশটি ডোবা থেকে পুকুরে স্থানান্তরের সময় স্থানীয় লোকজন দেখে ফেলে এবং ঘাতককে আটক করেন। এর আগে গত ৩ নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এ ঘটনায় ৫ দিনের রিমান্ডে রয়েছেন চারজন।