ছবি: বাংলার চোখ
পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক হোটেলের দড়জা ভেঙ্গে মো.শফিকুর রহমান (৭০) নামের এক বক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুর বাজারের ভাইভাই হোটেলের একটি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শফিকুরের বাড়ী চাঁদপুরের চান্দরা এলাকার বাখরখালী গ্রামে। সে অবসারপ্রাপ্ত বন কর্মকর্তা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরর এই হোটেলের ১১নং রুমে ভ্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার বেলা ১১ টার দিকে যখন তিনি ঘুম থেকে ওঠেননি। তখন তাকে হোটেল কর্তৃপক্ষ ডাকাডাকি করে। তার সাড়া না মেলায় কক্ষের জানালা ফাঁক করে দেখেন তার মৃতদেহ পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দেয়া হয়।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেল তালুকদার বলেন, আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।