ছবি: বাংলার চোখ
খুলনার পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট নামক স্থানে লাইসেন্স বিহীন ঔষধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ইউএনও মুহাম্মদ আল-আমিন।
বুধবার রাত ৮ টার দিকে পাইকগাছার জিরো পয়েন্টস্থ ড্রিমফোর হসপিটাল সংলগ্নে ফাতেমা মেডিকেল হল এর মালিক মো. ইবাদুল ইসলামকে লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় এর দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহিম হোসেন ও আনসার সদস্য বৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।।