Banglar Chokh | বাংলার চোখ

ইউএলএফ আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

কোর্টকাচারী

কোর্ট প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ৮ অক্টোবর ২০২৩

সর্বশেষ

ইউএলএফ আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

ছবি:সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থি ও অন্যান্য বিরোধী দলীয় আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)। আজ রোববার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউএলএফের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘প্রধান বিচারপতি বিচার বিভাগীয় প্রথা ও আচরণ বিধি লঙ্ঘন করে সংবর্ধনা নিয়েছেন। এ কারণে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে ইউএলএফ। ছাত্রলীগের নেতাদের থেকে তিনি ফুল নিয়েছেন। এমনকি, বিশ্বজিৎ হত্যা মামলার আসামিরাও তাকে ফুল দিয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়