Banglar Chokh | বাংলার চোখ

চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ

কোর্টকাচারী

প্রতিনিধি 

প্রকাশিত: ০১:০৭, ২৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ

ছবি:সংগৃহীত

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় হাইকার্টে মাজার গেটের সামনে থেকে মিছিলটি শুরু করে বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান খান তার বক্তৃতায় বলেন, আদালত পাড়ায় চিন্ময় সমর্থক সন্ত্রাসীরা রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। 

রাষ্ট্রপক্ষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কর্মসূচির বিষয়ে  ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আগামীকাল বুধবার আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে দুপুর ১ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। 

সর্বশেষ

জনপ্রিয়