ছবি: বাংলার চোখ
বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযানে পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২’শ কেজি জাটকা ইলিশ এবং ২ লক্ষ মিটার অবৈধ জাল আটক করে পুড়িয়ে তা ভস্মিভূত করা হয়েছে। (১৭ নভেম্বর রবিবার) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতে দশটি মামলায় ১০ জেলেকে ৫০ হাজার অর্থদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল ইসলাম।
জানা গেছে, নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত। উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে শনিবার দিবাগত রাতে মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বলেশ্বর নদীর মোহনায় কুমারখালী নামক স্থান থেকে জব্দকৃত ১২’শ কেজি জাটকা ইলিশ ১৫টি এতিম খানায় এতিমদের মাঝে বিতরণ করা হয় এবং ২ লক্ষ মিটার বিভিন্ন প্রকারের অবৈধ জাল রবিবার সকালে সোলমবাড়িয়া বালুর মাঠে তা পুড়িয়ে ভস্মিভূত করা হয়েছে।
এছাড়াও পূর্বের আটককৃত মাছ ধরা একটি ছোট নৌকা নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত ১০টি মামলায় ১০জন জেলের নিকট থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, মোরেলগঞ্জ কোষ্ট গার্ডের কন্টিজেন্ট পেটি অফিসার মঞ্জুর হোসেন ও মৎস্য অফিসের অন্যান্য কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।