ছবি: বাংলার চোখ
দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানা চত্বরে পতিত জমি পরিষ্কার করে ধান ও বিভিন্ন রকম সবজি চাষ করেছেন শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পতিত জমির সদ্ব্যবহার করে তুলশীমালা ধান ও সবজি চাষ করে প্রশংসিত হচ্ছেন তিনি। এতে একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে থানায় আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
জানা গেছে, ঝিনাইগাতী থানাভবনসহ থানার মোট জমির পরিমাণ প্রায় চার একর। তন্মধ্যে থানা ভবন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবন, উপ-পরিদর্শকদের (এসআই) বাসভবন, একটি পুকুর, থানার পুরাতন ভবন, রান্না ঘর আছে।
এছাড়া থানার প্রায় ৫০ শতক জমি পতিত অবস্থায় পড়ে ছিল। পতিত পড়ে থাকা জমিতে বিভিন্ন আর্বজনা ও গাছপালা জন্মে ছিল। দীর্ঘদিন পড়ে থাকা জমি পরিষ্কার করে প্রায় ২৫ শতক জমিতে ‘তুলশীমালা’ ধান ও প্রায় ১০ শতক বিভিন্ন প্রজাতির শাকসবজি চাষ করেছেন। থানার উপ-পরিদর্শকদের (এসআই) বাসভবনের সামনে ‘তুলশীমালা’ ধান কাটছেন দুইজন পুলিশ সদস্য। থানাভবনের পূর্বপাশেই চাষ করা হয়েছে সরিষা, আলু, টমেটো, পুঁইশাক, লালশাক এবং পুরাতন থানাভবনের পেছনে শীতকালীন সবজি লাউ, বরবটি, মিষ্টি লাউয়ের চাষ করেছেন। এছাড়া থানার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির আড়াইশতাধিক ফলের চারা রোপণ করা করেছে। থানার বিশাল পুকুরে করা হয়েছে মাছ চাষ।
ঝিনাইগাতী সদর এলাকার বাসিন্দা মো. আব্দুস সামাদ বলেন, একজন ওসির পেশাগত অনেক দায়িত্ব। তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি থানার পরিত্যক্ত জমিতে ধান ও সবজি চাষ সত্যিই আমাকে মুগ্ধ করেছে।
ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে- সেই নির্দেশে তিনি ধান ও সবজি বাগান করেছেন। এতে থানার পতিত জমির সদ্ব্যবহার ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া তাদের সবজি চাহিদা মিটানোর পাশাপাশি থানার চারিদিকে সবুজের সমারোহে সৌন্দর্য বৃদ্ধি করছে। আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। যারা ঘরে বসে আছেন, তাদেরও কোনো পতিত জমি থাকলে তাতে ও বাসার ছাদে বাগান করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার বলেন, ঝিনাইগাতী থানার ওসির এমন উদ্যোগকে স্বাগত জানাই। তার ধান চাষ ও সবজি চাষে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না, প্রধানমন্ত্রীর আহ্বানে অনাবাদি পতিত জমি, বসতবাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান তৈরি করার জন্য সেই লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ।