Banglar Chokh | বাংলার চোখ

নাইক্ষ‍্যংছড়ি ৪৬ ও ৪৮ পিলার সীমান্তে শুক্রবারও বিষ্ফোরণের শব্দ

সারাবাংলা

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

প্রকাশিত: ২১:০৯, ২৫ নভেম্বর ২০২৩

সর্বশেষ

নাইক্ষ‍্যংছড়ি ৪৬ ও ৪৮ পিলার সীমান্তে শুক্রবারও বিষ্ফোরণের শব্দ

ছবি:সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি ৩৪ ও ৪৮  সীমান্ত  পিলার দিয়ে রোববার  সন্ধ্যার পরপর ৪/৫ টি বিষ্ফোরণের শব্দ এসেছে  মিয়ানমার থেকে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যার সন্ধ্যার পর থেকে  ৯ পযর্ন্ত নাইক্ষ্যংছড়ি  জামছড়ির পূর্বাের চেলির টালসহ সীমান্ত পিলার  ৪৬ , ৪৭ ও ৪৮ এর বিপরীত জিরো লাইনের বেশ অভ্যন্তরে  মিয়ানমার অংশে এ বিষ্ফোরণ  ঘটছে বলে জানান সীমান্তে বসবাসকারীদের অনেকে।

সীমান্তের অধিবাসী জায়নাল,ড়ুরা মিয়া ও ছৈয়দ আলম জানান, গত সপ্তাহ আগে সীমান্তের ৪৮ পিলার এলাকার আরকান আর্মির অস্থায়ী ক্যম্পে মিয়ানমার সেনা ও বিমানবাহিনীর বিমান হামলার পর এই প্রথম কোন বিষ্ফোরণের শব্দ শুনতে পান তারা। বিমান হামলার দিন মিয়ানমার বাহিনী হঠাৎ করে ফাইটার বিমানযোগে আরকান আর্মির অবস্থানে হামলা করছিলো ২ দিন। যা পরপর হামলা করে। পরে আর কোন হামলা করেন নি তারা। বিশেষ করে স্থল পর্যায়ে।

এ অবস্থায় আরকান আর্মি তাদের সেই ক্যাম্প গুলো পূণ:নির্মান কাজ করছে জোরে শোরে। দিনে কাজ করলেও-রাতে তাদের অবস্থান জানান দিতে তারা বিভিন্ন ডিভাইস ফুটিয়ে আতংক সৃষ্টি করা শুরু করে তারা। আর বলে বেড়াচ্ছে। তারা মর্টার শেল বিষ্ফোরণ ঘটিয়েছে বলেছে বলে অনেকে দাবী করেন, যেন প্রচার পায় আরকান আর্মি এখনও আছে।

তারা আরো জানান, বিষ্ফোরণের শব্দ বাংলাদেশের এপারে  আসলেও আতংকিত নন তারা। কেননা সে সব হচ্ছে মিয়ানমারের অনেক ভেতরে।
এ বিষয়ে বিজিবি কতৃপক্ষের তৎক্ষনাৎ  কোন মন্তব্য পাওয়া যায় নি। তবে তাদের একটি সূত্র দাবী করছে বিজিবি খুবই সতর্ক আছে।

সর্বশেষ

জনপ্রিয়