Banglar Chokh | বাংলার চোখ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভুলে ট্রেন লাইনচ্যুত,ময়মনসিংহ ঢাকা ট্রেন চালাচল বন্ধ 

সারাবাংলা

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৬, ২৫ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৩১, ২৫ নভেম্বর ২০২৩

সর্বশেষ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভুলে ট্রেন লাইনচ্যুত,ময়মনসিংহ ঢাকা ট্রেন চালাচল বন্ধ 

ছবি: বাংলার চোখ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে গচিহাটা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যাক্তি হলেন, কিশোরগঞ্জ সদরের কর সাকারিয়াল গ্রামের নুরুল ইসলাম। ঘটনার পরে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ২ ট্রেনের যাত্রীরা।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, পয়েন্ট সিগনাল দিতে ভুল করার কারণে চালক ট্রেনটি আগে থামান নি। হঠাৎ দৌড়ে গিয়ে পয়েন্টের সিগনাল দেওয়া হয়েছে।  ফলে হঠাৎ থামাতে গিয়েই হয়তো এটা ঘটতে পারে বলে ধারণা তাদের৷ 
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে উৎসুক মানুষের ভীড়।  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। রাত আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহ ঢাকা ট্রেন চলাচল বন্ধ।  
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বাংলার চোখকে বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। 
গচিহাটা স্টেশন মাষ্টার সাহাব উদ্দিন বাংলার চোখকে জানান, উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে আসতে।  
স্থানীয় গছিহাটা পুলিশ ফাড়ির ইনর্চাজ নুরুজ্জামান বাংলার চোখকে বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তা ও বিকল্প রাস্তায় বাড়ি ফেরার কাজে সহযোগিতা করছি। 

স্থানী বাসিন্দা সাইফুল ইসলাম টিপু বাংলার চোখকে বলেন, গচিয়াটা স্টেশন মাস্টার সাহাবুদ্দিন ফকির তিনি নিজে অফিস করেন না। রিটায়েড অফিসারদের এনে বদলি ডিউটি করান। তাছাড়া টিকিট কালোবাজারি করে যাচ্ছে। 

কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ্দুজ্জামান সম্প্রতি সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবেদন রেল অধিদপ্তরে পাঠিয়েছেন। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়