ছবি:সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিএএ এনডিসি পিএসসি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তসহ কয়েকটি সীমান্ত চৌকি পরিদর্শন করেছেন।
সোমবার ( ২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা তিনি সীসান্তের নানা পরিস্থিতি ও বিজিবি জোয়ানদের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।
তিনি সকাল ১০ টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে ১২ টায় ঘুমধুম,১ টায় তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন।
এসময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লে : কর্ণেল কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্ণেল পাদবীর ব্যাজ পরিয়ে দেন। এর পরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছু সময় ব্যয় করে বেলা ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে ককসবাজারের উদ্দেশ্য রওয়ানা দেন।
এ সময় তার সাথে ছিলেন ককসবাজারস্থ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম,অতিঃ মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর,রামুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লেঃ কর্নেল এস এম মাহবুবুল আলম খান লেঃ কর্ণেল তৌহিদুল ইসলাম,ক্যাপ্টেন মিরাজ ম,ই, আমিন। পিবিজিএমএস জনসংযোগ কর্মকর্তাবিজিবি শরীফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেরকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য,প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাহল আহমদ নোবেল।