Banglar Chokh | বাংলার চোখ

নির্দিষ্ট স্টেশনে না থেমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ৭ কিলোমিটার দুরে গিয়ে থামলো

সারাবাংলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০৫:০৭, ২১ নভেম্বর ২০২৩

সর্বশেষ

নির্দিষ্ট স্টেশনে না থেমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ৭ কিলোমিটার দুরে গিয়ে থামলো

ছবি:সংগৃহীত

নির্দিষ্ট দর্শনা হল্ট স্টেশনে না থেমে ভুল করে ঢাকা থেকে বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ৭ কিলোমিটার দুরে উথলী স্টেশনে গিয়ে থামায় হয়রানীর শিকার হয়েছে যাত্রী সাধারণ। অবশেষে আধঘন্টা ট্রেনটি পিছনে দিকে চালিয়ে দর্শনা হল্ট স্টেশনে ফিরিয়ে এনে যাত্রী নামিয়ে দিয়ে যায় ট্রেন চালক। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে। এ ঘটনাটি জানাজানি হলে ট্রেনের চালক ও গার্ডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

দর্শনা হল্ট স্টেশনের বুকিং সহকারী তুষার জানান, ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে গত রবিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১২টার সময় যাত্রী নিয়ে ডাউন ৭৯৬ বেনাপোল আন্তঃনগর  এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে যশোর বেনাপোলের উদ্দেশ্যে। কিন্তু ট্রেন চালক ভুলক্রমে ট্রেনটি নিদৃষ্ট দর্শনা হল্ট স্টেশনে না থামিয়ে যাত্রী নিয়ে চলে যায় ৭ কিলোমিটার দুরে উথলী স্টেশগন পর্যন্ত। যাত্রী সাধারণের হৈ চৈ শব্দে টিটি ও ট্রেনের গার্ড বুঝতে পারে তারা ভুল করে অন্য স্টেশনে চলে এসেছে।

এরপর তারা দর্শনা হল্ট স্টেশনের যাত্রীদের অনিরাপদ অবস্থায় উথলী স্টেশনে নামিয়ে দেয়। এক পর্যায়ে  শুরু হয় বাকবিতন্ড। পরে কোন উপায় না পেয়ে ট্রেন চালক  আধঘণ্টা সময় নিয়ে ট্রেনটি পিছন দিকে চালিয়ে দর্শনা হল্ট স্টেশনে এনে যাত্রীদের নামিয়ে দেয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।

এ ঘটনাটি সম্পর্কে পাক্শী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক নুর মোহাম্মদ বলেন, ঘটনাটি আমাদের কাছে গোপন করা হয়েছিল। পরে তা স্বীকার করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়