ছবি:সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হঠাৎ একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে কেউ দগ্ধ না হলেও আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর কমলাপুর থেকে ৪২ যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দুপুর সোয়া ১২টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বাসটি রাস্তার পাশে থামালে কিছুক্ষণের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
এদিকে আগুন দেখে যাত্রীরা আতঙ্কে জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে শুরু করলে অন্তত ১০ জন আহত হন। এ সময় পাশের একটি টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত সেখানে গিয়ে প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের ভেতরে ও বাইরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে তাদের ধারণা, বাসের ইলেকট্রিক ওয়্যারিংয়ের তার বা যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর নিশ্চিতভাবে বিস্তারিত বলা যাবে।