Banglar Chokh | বাংলার চোখ

বানিয়াচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা  

সারাবাংলা

বানিয়াচংয়ে প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ৬ অক্টোবর ২০২৩

সর্বশেষ

বানিয়াচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা  

নিজস্ব ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০২৩ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৬ ই অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মলয় কুমার দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান, উপ প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, শিক্ষিকা সাধনা রাণীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুবুর রহমান বলেন,  জন্মের পর জন্মনিবন্ধন করানো এবং সুন্দর একটি নাম রাখা শিশুর অধিকার, সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। নিবন্ধন লিপিবদ্ধ করার সময় উদ্যোক্তাদের নিখুঁত ও নির্ভুল ভাবে কাজটি করতে হবে। বর্তমান সরকার জন্ম-মৃত্যু নিবন্ধন ডিজিটাইজ করে জনগণের দোরগোড়ায় নিবন্ধন সেবা পৌঁছে দিয়েছেন। আমাদের সকলকে সেবাটি সচেতনতার সহিত গ্রহন করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়