Banglar Chokh | বাংলার চোখ

 তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

সারাবাংলা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৩, ৫ অক্টোবর ২০২৩

সর্বশেষ

 তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

ছবি:সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে, এলাকা ছাড়তে মাইকিং। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কার স্থানীয়দের।

এদিকে সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হতে দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের সহস্রাধিক মানুষ। তবে তিস্তার দুপাড়ের মানুষকে সরিয়ে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে। কিন্তু মানুষজন তাদের বসতবাড়িতে এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন জানান, তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও ফসলী জমিতে পানি উঠতে শুরু করেছে বলে জানান তিনি।
  
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তার পানি দুপুর পর্যন্ত আরও কিছুটা বেড়ে যাবে। এরপর কমতে পারে।

উত্তরাঞ্চলীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে দিয়ে চাপ সামলানোর চেষ্টা করা হচ্ছে। এরপর মধ্যরাতের মধ্যেই তিস্তার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর পর্যন্ত ওঠে।

এদিকে বুধবার রাত ১০টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়