Banglar Chokh | বাংলার চোখ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত 

সারাবাংলা

প্রতিনিধি 

প্রকাশিত: ১০:২৭, ৫ অক্টোবর ২০২৩

সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত 

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ফেরদাউস (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান।

নিহত ফেরদাউস শরীফপুরের ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

ফেরদাউসের বড় ভাই ওয়াস কুরুনির দাবি, তার ছোট ভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। সে সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়।

চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ১ অক্টোবর সন্ধ্যায় মাদক কারবারি ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা গুলি চালালে ফেরদাউসের শরীরে লাগে। পরে তাকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার রাতে সে মারা যায়।

এ ব্যাপারে জানতে বর্ডার গার্ড বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ফেরদাউসের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়