ব্রাহ্মণবাড়ীয়া জেলার সুহিলপুর গ্রাম যে গ্রামে রয়েছে দেশের গ্যাস খণিজ উত্তোলন ফিল্ডের তিন নং গেট সি ব্লক।
অত্র এলাকাটি সুহিলপুর নামে পরিচিত কুমিল্লা সিলেট মহাসড়ক ঘেষে এই গ্রামটি এই গ্রামে কয়েক ’শ পরিবারের বসবাস। মূল সড়ক হতে ৫০০ মিটার বা আদা কিলো একটি ১২ ফিট সড়ক দুইটি কালভাট বা সরু ব্রীজ নির্মাণ করেন এলজিআরডি ১৯৯৮ সালের দিকে।
তবে দুই যুগ পার হলেও সড়কটি অদৃশ্য কারণে সম্পূর্ণ নির্মাণ হয়নি।
গ্রামের মানুষের দুর্গতির শেষ নেই তবে বর্তমানে তিতাস গ্যাস ফিল্ডের যে সড়কটি রয়েছে তাই এখন গ্রামের চলাচলে একমাত্র পথ সেই পথের সাথে গ্রামবাসি নিজ অর্থায়নে নির্মাণ করেন একটি বিকল্প পথ যাতে চলা চল করতে পারেন তবে পথটি খুবই সরু হওয়াতে একটি রিক্সা প্রবেশ করলে একজন মানুষ চলাচল করতে পারেন না।
তাই সহিলপুর খোলাপাড় তালুকদার বাড়ির গ্রামের দুর্ভোগ যেনো পিছু ছাড়ছে না।