নিজস্ব ছবি
"পাহাড়ের নারীদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর" মন্তব্য করে স্মার্ট বাংলাদেশে সফল নেতৃত্বের বিকাশে কন্যাশিশুদের অধিকার রক্ষায় আরো বেশি সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
আজ সকালে বিনিয়োগ অগ্রাধিক কন্যাশিশুর অধিকার এর প্রতিপাদ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসকের আয়োজনে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, কন্যাশিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্য–প্রযুক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যে উন্নত বিশ্বের সুদক্ষ নাগরিক হিসেবে পাহাড়ের নারীদের গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কারণ আজকের কন্যাশিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার ও বিশ্বসভায় নেতৃত্ব দানে পারদর্শী সুযোগ্য সন্তান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, মো. সাইফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক অনুকা খীসা, নারী নেত্রী টুকু তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এছাড়া আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত ১২টি স্বেচ্ছাসেবী মহিলা কল্যান সমিতিকে অনুদান প্রদান করা হয়।