Banglar Chokh | বাংলার চোখ

ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সাঁথিয়ার আফড়া আইডিয়াল একাডেমির টিনের ঘর

সারাবাংলা

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ৩ এপ্রিল ২০২৩

সর্বশেষ

ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সাঁথিয়ার আফড়া আইডিয়াল একাডেমির টিনের ঘর

গতকাল রোববারের আকস্মিক প্রচণ্ড ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আফড়া আইডিয়াল একাডেমির বিরাট টিনের ঘর।বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সরকারি পাকা ভবন পায়নি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান,গতকাল রোববার(২ এপ্রিল) বিকেলে আকস্মিক প্রচণ্ড ঝড়ে স্কুলের টিনের বিরাট  ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে।২০০২ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় এই মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় স্কুলটিতে। পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে এখানে।প্রধান শিক্ষক জানান,২১ বছর আগে বিদ্যালয়টি স্থাপিত হলেও তারা এখনো সরকারি বিল্ডিং পাননি। দীর্ঘবছর ধরে টিনের ঘরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাকার্যক্রম চালানো হচ্ছে। বারবার আবেদন করেও সরকারি ভবন পাননি।এমতাবস্থায় এই ভাঙা ঘর মেরামত করতে তাদেরকে লক্ষাধিক টাকা প্রয়োজন হবে। তিনি বিদ্যালয়টিতে অতি দ্রুত পাকা ভবন দাবি করেন।সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এ ব্যাপারে জানান,বিদ্যালয়ের টিনের ঘর মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার স্কোপ থাকলে করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়