নিজস্ব ছবি
সিলেট এর আয়োজনে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে ত্রৈমাসিক ডায়লগ/এ্যাডভোকেসী মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার জনাব বিশ্বেশ্বর সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি নেটওয়ার্কের কো কনভেনর এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ।
স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট এর সদস্য সচিব ও একডো'র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। এরপর বিগত চার মাসের জেলার অপরাধের ঘটনাসমূহের পরিসখ্যান তুলে ধরেন একডো'র সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী নোংপকলৈ সিনহা। প্রধান অতিথির বক্তব্যে এমএসএফ সভাপতি অ্যাড. সুলতানা কামাল বলেন, সরকার ও জনগণ আজ মুখোমুখি। কেননা জনপ্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন না। তাই সৎ নাগরিক হিসেবে আমাদের বিবেককে সজাগ রাখতে হবে। তিনি সকল নেটওয়ার্ক ডিফেন্ডারদের দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষনের পরামর্শ দিয়ে সমাজে মানবাধিকার সুরক্ষায় একত্রিতভাবে কাজ করার আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন সংস্কৃতিজন এইচআরডি সদস্য এডভোকেট সৈয়দ মনির আহমদ হেলাল, বাপার সাধারন সম্পাদক এইচআরডি আব্দুল করিম কিম, নেটওয়ার্ক এর সদস্য এডভোকেট রেজাউল করিম খান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী এইচআরডি এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচআরডি জনাব সুবল চন্দ্র দাস, এমএসএফের সমন্বয়কারী টিপু সুলতান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এইচআরডি চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনী, এমএসএফের কর্মকর্তা তাহসিনা আহমেদ রুমা প্রমুখ।সবশেষে নেটওয়ার্ক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।