Banglar Chokh | বাংলার চোখ

সিংড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সারাবাংলা

মোঃ এমরান আলী রানা,সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৫:০০, ২০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সিংড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নিজস্ব ছবি

‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে–উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিকেল ৫টায় উপজেলা কোর্টচত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপ্ত হয়। এর আগে গত রোববার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৩দিনের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী। 

এছাড়াও বক্তব্য দেন রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, ইউডিএফ আশাফুল সিদ্দিকী প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়