Banglar Chokh | বাংলার চোখ

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের বিদায় সংবধর্না

সারাবাংলা

মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

প্রকাশিত: ০৬:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের বিদায় সংবধর্না

নিজস্ব ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদার কর্মস্থল বদলীজনিত বিদায় সংবধর্না আনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এই বিদায় সংবধর্না আনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমীন ফাতেমার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার হারুন অর রশিদ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, কোড়েরপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, মুরাদনগর সহকারি কমিশনার অফিসের কাননগো মোঃ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব আলম আরিফ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদ গাজী উল হক চৌধুরী প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়