ছবি: বাংলার চোখ
'আমি অন্যায় করবোনা, আমি কাউকে অন্যায় করতে দেবোনা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ সংস্থার সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ সংস্থার সেক্রেটারি মো. মাসুদ রানা,সাংগঠনিক সস্পাদক নবীর আলী, সহ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।