Banglar Chokh | বাংলার চোখ

এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ীর শাস্তির দাবীতে জামালপুরে মানববন্ধন

সারাবাংলা

ওসমান হারুনী,জামালপুর সদর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ১৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ীর শাস্তির দাবীতে জামালপুরে মানববন্ধন

ছবি: বাংলার চোখ

সারা বাংলাদেশে এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্ত শাস্তির দাবীতে জামালপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী প্রতারিত  ময়মনসিংহের হালুয়াঘাটের আরিফুল ইসলাম, শেরপুর নালিতাবাড়ীর শদর আলী, জামালপুরের মাদারগঞ্জের এএন সালেমসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল ধনবাড়ি কয়ড়া পশ্চিম পাড়া এলাকার এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল নিজেও জালিয়াতি সনদ দিয়ে  চাকুরী করে  বহিষ্কার হওয়াসহ সে দেশের বিভিন্ন জেলার ৭২জনের  নিকট জালসনদ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে জামালপুরের মাদারগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করলে আটক হয়ে সে বর্তমানে জেলহাজতে রয়েছে। জেলে থেকেও সে তার সহযোগী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের নানান হুমকি দিচ্ছে।
মানববন্ধন করে প্রশাসনের নিকট এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন ভোক্তভোগীরা।
 

সর্বশেষ

জনপ্রিয়