Banglar Chokh | বাংলার চোখ

ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

সারাবাংলা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ১৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

ছবি: বাংলার চোখ

ঝালকাঠির নলছিটি উপজেলায় খেলার ছলে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহত দুই শিশু হলো, সাড়ে ৩ বছর বয়সি লামিয়া আক্তার ও আড়াই বছর বয়সি আব্দুর রহমান। লামিয়া নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও আব্দুর রহমান একই বাড়ির রানা হাওলাদারের ছেলে। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বোন।
ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে শিশু আব্দুর রহমানের পোষ্টমর্টেমের অপেক্ষায় থাকা চাচা রিফাত হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে লামিয়া ও আব্দুর রহমান বাড়ির উঠনে খেলা করতে যায়। কিছুক্ষণ পর আব্দুর রহমানকে কয়েকবার বমি করতে দেখেন তার পরিবারের সদস্যরা। কিন্তু এসময় অপর শিশু লামিয়া সুস্থ্যই ছিলো। এসময় ওই উঠন থেকে একটি কৌটায় ইঁদুর মারার ওষুধ উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন শিশু আব্দর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখান তাকে তাকে কোনো রকম চিকিৎসা না দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুর রহমানের মৃত্যু হয়। একমাত্র ভাতিজাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন চাচা রিফার হোসেন। শিশু আব্দুর রহমানের বাবা রানা হাওলাদার সাভারের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। শিশু লামিয়া আক্তারের চাচা হুায়ুন কবিরও ভাতিজির পোষ্ঠমর্টেমের জন্য অপেক্ষা করছিলেন সদর হাসপাতালের মর্গের সামনে। তিনি জানান, লামিয়া খেলার ছলে ওই ওষুধ খেলেও আব্দুর রহমানের অনেক পরে তার বমি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে বরিশাল শেরই-বাংলা হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়। লামিয়া তিন ভাই-বোনের মধ্যে সবার ছোটে। লামিয়ার বাবা আবুল কালাম সাভারের চান্দুরা এলাকায় পোল্ট্রি ফার্মের ব্যবসা করেন। তিনি শিশু কণ্যার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন গ্রামের বাড়িতে।  
ঘটনাস্থল পরিদর্শন করে নলছিটি সদর ফারির উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার জানান, বুধবার সকালে ওই দুই শিশুর যে কোনো একজনের ঘর থেকে কৌটায় রাখা ইঁদুর মারার ওষুধ এনে খেয়ে তারা খেয়েছে। এর পরপরই তাদের বমি শুরু হয়। এসময় ওই বমি খেয়ে ৫টি মুরগীও মারা যায়।
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, শিশু দুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়