Banglar Chokh | বাংলার চোখ

জলবায়ু পরিবর্তনে আদীবাসীদের অন্তর্ভূক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত 

সারাবাংলা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ৬ অক্টোবর ২০২৪

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে আদীবাসীদের অন্তর্ভূক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত 

ছবি:সংগৃহীত

সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় সংক্রান্ত বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আদিবাসী রাখাইন জনগোষ্ঠীর ৪০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এর আয়োজন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন, আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, কৃষি অফিসার লিটন চন্দ্র রায়, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোফিশ-২ এর সহকারী গবেষক ফারহানা ইসলাম শাওন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো.ওমর ফারুক প্রমুখ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন এবং রাখাইন জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি করণীয় সম্পর্কে আলোচনা করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়