নিজস্ব ছবি
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (শনিবার) দিনাজপুর শহরের মালদাহপট্টি চেম্বার সড়কস্থ ও দিনাজপুর মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুর জেলা প্রতিনিধি রেহেনা খাতুন রত্না । এ সময় উপস্থিত ছিলেন উই এর মডারেটর জিনাত আরা নন্দিনী, দিনাজপুর জেলা উই এর সহ:প্রতিনিধি রুহিনা সুলতানা, সানজিদা শবনম, নিশাত আনজুম প্রমুখ।
অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুরের প্রতিনিধি রেহেনা খাতুন রত্না বলেন, নারী উদ্যোক্তাদের প্রতিভা প্রকাশের লক্ষ্যেই এই নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্যের প্রদর্শনী। তিনি বলেন, অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) একটি উদ্যোক্তা বান্ধব অনলাইন প্লাটফর্ম। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে আমাদের নারীরা। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নারীরাও হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য নিয়ে বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের তৈরী পণ্য নিয়েই আজকের এই পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ তৈরী পোষাক, শো-পিচ, প্রসাধনী-জুয়েলারী ও বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে পণ্য প্রদর্শন করে ৩২ জন নারী উদ্যোক্তা। এক দিনের এই পণ্য প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলে সাধারণ মানুষ ও অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে।